রবিবারে বেলুড় মঠে মায়ের জন্মতিথি উৎসব

Share:

কলকাতা, ২২ ডিসেম্বর। হাওড়া রামকৃষ্ণ মঠ ও বেলুড় মঠে রবিবার মায়ের (শ্রীশ্রীমাতাঠাকুরাণী) জন্মতিথি উৎসব পালিত হবে। ১০ পৌষ ১৪২৮-এর অনুষ্ঠান-সূচী অনুযায়ী –

শ্রীশ্রীমায়ের মন্দিরে ভোর ৪-৪৫মিঃ মঙ্গলারতি দিয়ে শুরু হবে অনুষ্ঠান। এর পর বেদপাঠ, স্তবগান, ভজন ও বিশেষ পূজার পর দুপুর ১২-০০টায় হবে হোম।

সকাল ৮টায় শ্রীরামকৃষ্ণ-মন্দিরের নাটমন্দিরে বেলুড় মঠের ব্রহ্মচারী প্রশিক্ষণ কেন্দ্রের ব্রহ্মচারীবৃন্দ পরিবেশন করবেন মাতৃসঙ্গীত। সকাল ৯-০৫মিঃ– ৯-৪৫মিঃ শ্রীশ্রীমায়ের কথা পাঠ করবেন স্বামী জগন্ময়ানন্দ। সকাল ৯-৫০মিঃ–১০টায় ভক্তিগীতি পরিবেশন করবেন স্বামী একচিত্তানন্দ। ১০-৩৫মিঃ–১১-৪৫মিঃ বেলুড় মঠের সন্ন্যাসী ও ব্রহ্মচারীবৃন্দর পরিবেশনায় লীলাগীতি।

বিকেল সাড়ে তিনটায় হবে ধর্মসভা। শ্রীশ্রীমায়ের জীবন ও বাণী নিয়ে বলবেন স্বামী শাস্ত্রজ্ঞানন্দ (বাংলা) এবং স্বামী বেদাতীতানন্দ (ইংরেজি)। অনুষ্ঠান সভাপতি থাকবেন স্বামী গিরিশানন্দ।


Share: