এক পায়ে পশ্চিম বাংলা আর দুই পায়ে দিল্লি জিতবো
পশ্চিম বাংলায় বিধানসভা নির্বাচনের সময় রাজনৈতিক দলের মধ্যে চালবাজি চলছে। ইতি মধ্যে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী এবং টিএমসি প্রমুখ মমতা ব্যানার্জী সোমবার (৪ এপ্রিল ) হুগলির দেববন্দপুরে বিজেপির ওপর কটাক্ষ করলেন। উনি প্রশ্ন করলেন যে ভোট আঠ দফায় কেন করানো হচ্ছে। একটি পায়ে বাংলা জিতে নেওয়া দাবি করলেন। নন্দীগ্রামে মমতা ব্যানার্জী একটি পায়ে আঘাত পান এবং নিজের ওপর হামলা চালানো দাবি করেন।
মমতা ব্যানার্জী র দাবি
মমতা ব্যানার্জী হুগলীর দেবানন্দপুরে জনসভা কে সম্বোধিত করে বললেন একটি পায়ে বাংলা জিতবো আর দুটি পায়ে দিল্লি। উনি প্রশ্ন করলেন আঠ দফায় নির্বাচন করানোর প্রয়োজন ছিল ? এখন করোনাকাল চলছে, নির্বাচন প্রক্রিয়া শীঘ্র শেষ করানো উচিত ছিল না। সব কিছুই বিজেপির চক্রান্ত।
বিজেপির উপর নিশানা
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী নিজের ভাষণে বিজেপির উপর এক হাত নিলেন। তিনি বললেন বিধানসভা নির্বাচনের জন্য বিজেপি স্থানীয় প্রার্থী পেলো না। তাঁদের কাছে একটিও স্থানীয় প্রাথী নেই। তাঁদের কাছে শুধু তৃণমূল ও সিপিএম থেকে ভাঙ্গানো নেতা আছে। তারা জলের মতো পয়সা খরচা করছে কিন্তু যারা ঠিক মতো সোনার বাংলা উচ্চারণ করতে পারে না, তারা বাংলার উপর রাজত্বও করতে পারে না।