নারায়ণ দেবনাথের চিকিৎসায় ৫ লক্ষ টাকা মঞ্জুর রাজ্যপালের

Share:

কলকাতা, ২২ ডিসেম্বর। নামি রংশিল্পি অসুস্থ নারায়ণ দেবনাথের চিকিৎসায় ৫ লক্ষ টাকা মঞ্জুর করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকর।

টুইটারে তিনি লিখেছেন, ৯৬ বছরের পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত কিংবদন্তি নারায়ণ দেবনাথের স্বাস্থ্যের সুস্থতার দিকগুলির জন্য পাঁচ লক্ষ টাকা দিয়েছি৷“ গত ১১ ডিসেম্বর রাজ্যপাল তাঁর স্ত্রী-র সাথে অসুস্থ প্রখ্যাত কার্টুনিস্টকে তাঁর হাওড়ার বাড়িতে দেখতে যান।

ফুসফুসের সংক্রমণ-সহ বার্ধক্যজনিত অসুস্থতার কারণে ২৯ জানুয়ারি বেলভিউ ক্লিনিকে ভর্তি হন নারায়ণবাবু। আইসিইউতেইয়ে ছিলেন বাঁটুল দি গ্রেট’, ‘হাঁদা ভোঁদা’, ‘নন্টে ফন্টে’-এর সৃষ্টিকর্তা। এখন বিপদমুক্ত। ‘ডানপিটে খাঁদু আর তার কেমিক্যাল দাদু’, ‘পটলা দ্য ম্যাজেশিয়ান’, ‘শুঁটকি আর মুটকি’ এর মতো কত সব তাঁর তৈরি কার্টুন চরিত্র। আদতে এই কার্টুনগুলো মানেই তো তিনি। এই শিল্পীকে গত জানুয়ারিতেই কেন্দ্রীয় সরকার তাঁকে পদ্মশ্রী সম্মান দিয়েছে। কথা ছিল তাঁকে দিল্লিতে নিয়ে যাওয়া হবে। তা অবশ্য করা হয়নি কেন্দ্রের তরফে। ঘোষণার পর পেরিয়ে গিয়েছে ১০ মাস। বর্ষীয়ান শিল্পীর হাতে কবে উঠবে এই খেতাব? জবাব নেই শিল্পীর পরিবারের কাছেও!


Share: