চার দেশের নাগরিক ব্রিটেনের মাটিতে পা রাখতে পারবেন না ৯ এপ্রিল থেকে

Share:

লন্ডন, ২ এপ্রিল : ব্রিটেনের পরিবহণ মন্ত্রণালয় পাকিস্তান , বাংলাদেশ , ফিলিপিন্স ও কেনিয়াকে লাল তালিকায় রেখে ব্রিটেনের মাটিতে পা রাখতে দেবে না । আগামী ৯ এপ্রিল থেকে এই নির্দেশ পালন হবে । শুধু তাই নয়, গত ৩১ মার্চ অব্দি যদি অন্য কোনও দেশের নাগরিক ওই চার দেশে যাত্রা করে থাকেন কিংবা ট্রানজিট করেন, তাহলে তাঁদেরও ব্রিটেনে ঢুকতে দেওয়া হবে না।
ব্রিটেনের পরিবহণ মন্ত্রালয়ের এক অধিকারী জানান যে কোরোনার দ্বিতীয় স্ট্রেনকে ব্রিটেনে ঢুকে আবার মহামারীর রূপ নিতে না দেওয়ার আমাদের উদ্দেশ । ব্রিটেনে কোরোনার টিকাদান কর্মসূচিতে যাতে কোনো বাধা না পড়ে তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানান । বাংলাদেশ ও পাকিস্তানের সঙ্গে বিমান সেবা চালু থাকবে , কিন্তু সেটা ব্রিটিশ ও আইরিশ পাসপোর্টধারী এবং ব্রিটেনের ব্যাবসার জন্য অবশ্য যাঁদের অনুমতি রয়েছে । সেই সব ব্যাবসাদার দের কিছুটা ছাড় পাচ্ছেন । তাঁদের উপর এই নির্দেশ লাগু হয় না ব্রিটেনের পরিবহন মন্ত্রালয় জানালেন । এও বললেন, সরকারের কোয়ারেন্টিন সেন্টারে ১০ দিন থেকে সুস্থ কিনা যাঁচাই করে নিতে হবে ।


Share: