বামরাই একমাত্র বিকল্প তৃণমূল কংগ্রেসের : সায়রা শাহ হালিম
গঙ্গা ‘ অনু ‘
কলকাতা, ১৬ এপ্রিল : উপনির্বাচনে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন বাম প্রার্থী সায়রা শাহ হালিম। এবং উল্লেখ্য, প্রত্যেক রাউন্ড গণনার শেষে তৃণমূলের সঙ্গে প্রাপ্ত ভোটের পার্থক্য কমছে বামেদের।এই বিষয়ে সায়রা হালিম বলেন, ‘আমাদের নৈতিক জয় হয়েছে। কারণ আমাদের জনসমর্থন ব্যাপকভাবে বেড়েছে। আমাদের ভোট প্রায় ৩৪ শতাংশ বেড়েছে। আর যেমনটা লোকমুখে প্রচার করা হচ্ছিল তৃণমূলের বিকল্প বিজেপিই, সেটা আমরা সম্পূর্ণ ভাবে ভাবতে পেরেছি। তিনি বলেন, “ভোটারদের প্রতি আমি কৃতজ্ঞ। তাঁরা রমজানের মাসে এসে ভোট দিয়েছেন, সভ্য সমাজের পক্ষে ভোট দিয়েছেন। যাঁরা বাম কর্মী রয়েছেন তাঁরাও আমার হয়ে প্রচার করেছেন। মাটির সঙ্গে জড়িয়ে যেসব কমরেডরা রয়েছেন তাঁদেরও শুভেচ্ছা। আমরা কঠিন প্রতিযোগিতা দিয়েছি। গোটা রাজ্য সরকার তৃণমূলের পক্ষে থাকা সত্ত্বেও আমরা বেশ টক্করের লড়াই দিয়েছি। সহযোগীদের কাছে আমার আন্তরিক ধন্যবাদ।’উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ৭১ শতাংশ ভোট পেয়ে বালিগঞ্জ থেকে জয়ী হয়েছিলেন প্রয়াত তৃণমূল নেতা সুব্রত মুখার্জি। ১ লক্ষ ৬ হাজার ৫৮৫ ভোট পেয়েছিলেন তিনি। ৩১ হাজার ২২৬ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে ছিলেন বিজেপি-র লোকনাথ চট্টোপাধ্যায়। সিপিএম প্রার্থী ফুয়াদ হালিম তৃতীয় স্থানে ছিলেন। তিনি পেয়েছিলেন ৮ হাজার ৪৭৪ ভোট। এ বার তৃতীয় স্থানে নেমে এসেছে বিজেপি। ফুয়াদের স্ত্রী সায়রা হালিম শাহ হালিমের হাত ধরে দ্বিতীয় স্থানে উঠে এসেছে সিপিএম।