প্রশাসন বাতিল করলো রোড শো , হেঁটে প্রচার করলেন কেন্দ্রীয় মন্ত্রী

Share:

কলকাতা, ১এপ্রিল : জলপাইগুড়ি সদর বিধানসভা কেন্দ্রের প্রাথী সৌজিৎ সিংহের জন্য রোড শো করতে আসলেন কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী প্রহ্লাদ প্যাটেল ।শেষ মুহূর্তে প্রশাসন রোড শো-এর জন্য অনুমতি না দেবার কারণে কেন্দ্রীয় মন্ত্রী পায়ে হেঁটে প্রচার করলেন ।
বৃহস্পতিবার সকাল থেকে জলপাইগুড়ির শান্তিপাড়া এলাকা থেকে সৌজিত সিংহের সমর্থনে ওই রোড শো হওয়ার কথা ছিল। নির্দিষ্ট সময়ে প্রলাদ প্যাটেল এলেন । কিন্তু পুলিশ জানিয়ে দেয় ওই সময় তৃণমূলের একটি কর্মসূচি রয়েছে। বাধা পেয়ে তাঁকে ফিরতে হোলো। কর্মসূচি বাতিল হওয়া নিয়ে প্রহ্লাদ প্যাটেল সাংবাদিকদের বলেন, সকাল ১১টার সময় আমাদের রোড শো-এর সময় দেওয়া হয়েছিল কিন্তু তা বাতিল করা হয়েছে। এর নিন্দা করছি। প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে । মানুষ এখনও অপেক্ষা করছে। আমাদের প্রচার চলবে।
অন্যদিকে, জেলা তৃণমূলের এক নেতা বলেন, আমাদের ১১টা থেকে রোড শো-এর অনুমতি দেওয়া হয়েছিল। তা শেষপর্যন্ত তৃণমূলকে দেওয়া হয়েছে। আমাদের জন্য ৪টে থেকে সময় বরাদ্দ করা হয়েছে। তা আমাদের জানানোও হয়নি। এখন আমরা আমাদের নেতাকে নিয়ে শহরের ব্যবসায়ী মহলে ভোটের প্রচার করব।
সাংবাদিক সম্মেলন শেষ করে প্রহ্লাদ প্যাটেল প্রার্থী সৌজিতকে নিয়ে পায়ে হেঁটে রাস্তায় ভোট প্রচার করেন। এদিন তিনি জেলা কার্যালয় থেকে জলপাইগুড়ি দিন বাজার এলাকার পি সি শর্মা মোড় পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার পথ পায়ে হেঁটে প্রচার করেন । এদিন প্রচারে ব্যাপক সাড়া পান তিনি। কেন্দ্রীয় মন্ত্রীকে দেখতে দোকান, বাড়ি ছেড়ে লোকজনকে বেরিয়ে আসতে দেখা যায়।
এ ব্যাপারে জেলা পুলিশ সুপারের কোনো বক্তব্য আসে নি । জলপাইগুড়ি কোতয়ালি থানার আইসি বললেন , আমি কিছু বলতে পারবো না , সবই ওপরতলার ব্যাপার ।


Share: