জ্বালানির মূল্যবৃদ্ধির অভিনব প্রতিবাদ মদন মিত্রের, হলেন রিকশাওয়ালা

Share:

কলকাতা : দেশে জ্বালানির মূল্য নিয়মিত বেড়ে চলেছে। শনিবার ফের বেড়েছে পেট্রোল-ডিজেলের দাম। এই দামবৃদ্ধি নিয়ে কেন্দ্র সরকারের উদাসীনতার বিরুদ্ধেই এবার অভিনব প্রতিবাদে নামলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। প্রাক্তন পরিবহণ মন্ত্রী হয়ে গেলেন রিকশাওয়ালা! ভিড় রাস্তাতেই রিকশাওলাকে সিটে বসিয়ে টানলেন রিকসা।

রিকশাওয়ালাকে প্রথমেই নতুন পোশাক উপহার দেন মদন মিত্র। তারপরই তাঁকে রিকশায় বসিয়ে নিজেই টানেন হাতরিকশাটি। বলেন, গাড়িতে পেট্রোল-ডিজেল ভরতে গেলেই তো হাতে ছেঁকা লাগার জোগাড়। জ্বালানির দাম যেভাবে বাড়ছে, তাতে এই রিকশাই ভরসা আমজনতার। সেই কারণেই এই পদক্ষেপ। প্রতিবাদে এদিন পথে নামেন। স্বভাবসিদ্ধভাবেই ফেসবুক লাইভে নিজের প্রতিবাদ তুলে ধরেন তিনি।

করোনা কালে নিজের এলাকায় গরিব দুস্থদের খাওয়ানোর দায়িত্ব নিয়েছেন বিধায়ক। এবার কেন্দ্রের বিরুদ্ধে অভিনব প্রতিবাদ জানিয়ে দৃষ্টি আকর্ষণ করলেন তিনি। প্রসঙ্গত, দেশের একাধিক শহরে পেট্রোল-ডিজেলের মূল্য সেঞ্চুরি হাঁকিয়েছে ইতিমধ্যেই। কলকাতাও সেই পথেই এগোচ্ছে। শনিবার এ শহরে লিটারপ্রতি পেট্রলের দাম বেড়ে হয়েছে ৯৭.৯৭ টাকা। একলিটার ডিজেলের দাম ৯১.৫০ টাকা। অতিমারী আবহে নাজেহাল রাজ্যবাসী। চাকরিও হারিয়েছেন বহু মানুষ।


Share: