দিদির উল্টো-পাল্টা হিন্দি বলে বন্ধ হল অখিলেশের দোকান : দিলীপ ঘোষ

Share:

গঙ্গা ‘অনু ‘

কলকাতা, ১০ মার্চ। উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড ও মনিপুরে বিজেপি র জয়ের পর অন্যন্য জয়গা  মত পশ্চিমবঙ্গেও আনন্দের ঢেউ উঠেছে। এখানে বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীরা রং খেলছে। গণনা শুরু হতে হতেই পেরিয়েছে গেরুয়া শিবির। এদিকে, আগের বারের থেকে ভোট শতাংশ বাড়লেও যোগীর দাপটে কার্যত কোণঠাসা মুলায়ম-পুত্র অখিলেশ। এ প্রসঙ্গে এদিন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে কটাক্ষ করেন।

উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে সমাজবাদী পার্টিকে সমর্থন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমন কি অখিলেশের সমর্থনে সভাও করেন তিনি। সেই প্রসঙ্গে দিলীপবাবু বলেন, “উনি ওখানে গিয়ে হাথরসের গল্প বলেছেন, লখিমপুর খেরির গল্প বলেছেন। আর এই দুই জায়গায় বিজেপি সবকটি আসনে এগিয়ে আছে। মাঝখান থেকে দিদি গিয়ে উল্টো-পাল্টা হিন্দি বলে অখিলেশের দোকান বন্ধ করে দিয়ে এসেছেন।”

উল্লেখ্য, গণধর্ষণকাণ্ডে উত্তপ্ত হাথরস এবং লখিমপুর খেরি যেখানে কৃষক আন্দোলনের সময় ইচ্ছাকৃত ভাবে বাহন চালিয়ে দেওয়ায় মৃত্যু হয় অনেক কিষানে, কিন্ত এই দুটি জায়গায় গোড়াতেই এগিয়ে যায় বিজেপি।


Share: