পুরভোটে জয়ী তৃণমূলের ৭ সাংসদ-বিধায়ক

Share:

কলকাতা, ২১ ডিসেম্বর : এবারের পুরনির্বাচনে এক সাংসদ এবং ছয় বিধায়ককে টিকিট দিয়েছিল তৃণমূল।

পুরভোটে আগের বারের থেকে এ বার আরও এগোল তৃণমূল। ২০১৫ সালের তৃণমূল পেয়েছিল ১১৩টি আসন। ২০২১-এ ফলাফলের প্রবণতা বলছে আরও বেশি ঝুলিতে ভরতে চলেছে রাজ্যের শাসক দল।

এক নজরে সাত প্রার্থী হলেন—

  • ৮৮ নম্বর ওয়ার্ড থেকে ষষ্ঠবার লড়াইয়ে ছিলেন তৃণমূল প্রার্থী মালা রায়। এ বারও তিনি জয়ী। তিনি কলকাতা দক্ষিণের সাংসদ। গত পুরপর্ষদে ছিলেন চেয়ারম্যান।
  • পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম ৮২ নম্বর ওয়ার্ড থেকে প্রার্থী হয়েছিলেন। তিনি কলকাতা বন্দরের বিধায়ক এবং রাজ্যের পরিবহণমন্ত্রী। গত পুরপর্ষদে ছিলেন মেয়র।
  • রাসবিহারীর বিধায়ক দেবাশিস কুমার। এ বারের পুরভোটে ৮৫ নম্বর ওয়ার্ড থেকে বিপুল ভোটে জিতলেন দেবাশিস কুমার। ৯ হাজার ৮৩৬টি ভোটে জিতেছেন তিনি। গত পুরপর্ষদে ছিলেন মেয়র পারিষদ।
  • যাদবপুরের বিধায়ক দেবব্রত মজুমদার প্রার্থী হয়েছিলেন ৯৭ নম্বর ওয়ার্ডে। ৯ হাজার ৮৩৬ ভোটে জয়ী তৃণমূল প্রার্থী দেবব্রত। গত পুরপর্ষদে ছিলেন মেয়র পারিষদ।
  • অষ্টম বারের জন্য ১১ নম্বর ওয়ার্ডে জিতলেন অতীন ঘোষ। তিনি কাশীপুর-বেলগাছিয়ার বিধায়ক।

গত পুরপর্ষদে ছিলেন মেয়র পারিষদ।

  • বেলেঘাটার বিধায়ক পরেশ পাল প্রার্থী হয়েছিলেন ৩১ নম্বর ওয়ার্ডে।
  • পুরসভার ১৩১ নম্বর ওয়ার্ডে প্রার্থী হয়েছিলেন বেহালা পূর্বের বিধায়ক রত্না চট্টোপাধ্যায়। বিধানসভার পর পুরভোটেও তিনি জিতলেন শোভন চট্টোপাধ্যায়ের ছেড়ে যাওয়া ওয়ার্ডে।

Share: