মা উড়ালপুলে চিনা মাঞ্জায় আহত খোদ ট্রাফিক সার্জেন্ট

Share:

কলকাতা,১২ সেপ্টেম্বর ….
মৃত্যু পুরীতে পরিণত হচ্ছে মা উড়ালপুল। মাঝে মধ্যেই চিনা মাঞ্জায় আহত হয়ে দুর্ঘটনার খবর মিলছে মা উড়ালপুলে।চিনা মাঞ্জার ব্যবহার বন্ধ করতে প্রতিনিয়ত মাইকিং চালাচ্ছে কলকাতা পুলিশ। এরই মাঝে রবিবার মা উড়ালপুলে ব্যারিয়ার লাগানোর কাজ চলাকালীন চিনা মাঞ্জায় আহত খোদ ট্রাফিক সার্জেন্ট।
আর মাত্র কয়েকদিন পরেই বিশ্বকর্মা পুজো।বিশ্বকর্মা পুজোর আগেও শহরের আকাশ ছেয়ে যায় ঘুড়িতে ঘুড়িতে।তাই আগে ভাগেই মা উড়ালপুলে চীনা মাঞ্জার ব্যবহার ঠেকাতে উদ্যোগী পুলিশ কর্মীরা। কিন্তু এরই মাঝে বিপত্তি এদিন মা উড়ালপুলে ব্যারিয়ার লাগানোর কাজ চলছিল।সেই কাজ চলাকালীন চিনা মাঞ্জায় আহত হন খোদ ট্রাফিক সার্জেন্ট।অভিযোগ নিজের স্কুটারে চড়ে কাজে যাচ্ছিলেন পূর্ব যাদবপুর ট্রাফিক গার্ডের সার্জেন্ট রূপম সাহা।আচমকাই চিনা মাঞ্জা গলায় জড়িয়ে যায় তার।এরপর ঘাড়ের কাছে কেটে যাওয়ায় তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।


Share: