ছ’মাস অন্তর পার্ষদদের কাজের রিপোর্ট কার্ড হবে : মমতা বনর্জী

Share:

কলকাতা, ২৩ ডিসেম্বর: প্রতি ছয় মাসে রিপোর্ট কার্ড দিতে হবে বলে পার্ষদদের সতর্ক করে দিলেন মমতা বনর্জী।

মুখ্যমন্ত্রী নতুন পার্ষদদের উদ্দেশে সাফ বার্তা, ”হাতে ৫ বছর আছে বলে, কাজ ফেলে রাখা যাবে না। প্রতি ছয় মাসে রিপোর্ট কার্ড দিতে হবে৷ কাজ না পারলে দল ও সরকার দেখবে৷ কথা কম বলে কাজ হবে। শুধু বিবৃতি দিয়ে দলের ক্ষতি করা যাবে না। বিজেপি-সিপিএমের মতো হবে না। প্রকৃত লোক যাতে কাজ পায় সেটা দেখতে হবে। সব কাজ এখন অনলাইনে হচ্ছে। পরিষেবার জন্য মানুষ যেন হ্যারাসমেন্ট না হয়।”

এদিন দলের পার্ষদদের মানুষের পাশে থেকে কাজ করার পরামর্শ দেন। তিনি নির্দেশ দেন, মাটিতে পা রেখে কাজ করতে হবে। মানুষের সঙ্গে কাজ করতে হবে। মানুষকে বিব্রত করা যাবে না। সুবিধা-অসুবিধায় মানুষকে সাহায্য করতে হবে। তিনি বলেন, ” এই জয় মানুষের জয়। কুৎসা অপপ্রচারের পরেও মা-মাটি-মানুষ আমাদের প্রতি বিশ্বাস রেখেছেন। মা-মাটি-মানুষকে জয় উৎসর্গ করলাম। তণমূলে অহঙ্কারের কোনও জায়গা নেই। মাটির দিকে তাকিয়ে চলতে হবে। মাটিকে ভালবেসে কাজ করতে হবে।


Share: