পুলিসের সন্দেহ বঙ্লুরু হত্যাকাণ্ডের দোষী পশ্চিম বাংলার

Share:

কর্নাটকের গৃহ মন্ত্রী জী পরমেশ্বরা বঙ্লুরু তে মহিলার নৃশংস হত্যাকাণ্ডের পর নিজের প্রতিক্রিয়া জানালেন। গৃহ মন্ত্রীর অনুসারে কর্ণাটক পুলিস প্রচুর প্রমান একত্রিত করেছে এবং পশ্চিম বাংলার এক ব্যক্তি কে পুলিস হত্যাকারী বোলে সন্দেহ করচে।

জী পরমেশ্বরা মিডিয়া কে জানালেন জে বেঙ্লুরু মহিলা হত্যাকাণ্ড মামলায় পুলিশ প্রচুর তথ্য এবং প্রমান জোগাড় করেছে। হত্যাকারী বোলে একজনের উপর পুলিশের সন্দেহ আচে। কর্ণাটক পুলিশ অনুসারে শে পশ্চিম বাংলার। গৃহ মন্ত্রী বললেন এর থেকে বেশি তথ্য আমরা জানাতে পারব না।


Share: