তৃণমূল ছাড়লেন দুবারের বিধায়ক দেবশ্রী রায়
কলকাতা, ১৫ মার্চ : ভোটের মুখে দল ছাড়ার সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী তথা বিধায়ক দেবশ্রী। সোমবারই সেই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। দলের পদ থেকে অব্যাহতি চেয়ে সুব্রত বক্সিকে চিঠি দিয়েছেন তিনি।এর আগেই তাঁর বিজেপিতে যোগ দেওয়ার জল্পনা তৈরি হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত যোগ দেননি তিনি। তবে তিনি এবার পদ্ম শিবিরে যাওয়ার কথা ভাবছেন কিনা, তা এখনও জানা যায়নি। চিঠিতে অবশ্য কোনও ক্ষোভের কথা জানাননি তিনি। তাঁর সেখানে তিনি লিখেছেন, দলে তাঁর কোনও পদ না থাকায় আলাদাভাবে পদত্যাগের কোনও প্রয়োজন নেই। তবে দলের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার কথা জানিয়েছেন তিনি। একই সঙ্গে ১০ বছর মানুষের জন্য কাজ করা সুযোগ দেওয়ায় দলকে ধন্যবাদ দিয়েছেন তিনি।