হলদিয়ায় অগ্নিকাণ্ড : মৃতদের পরিবারকে দেওয়া হবে ৩০ লক্ষ টাকার ক্ষতিপূরণ

Share:

হলদিয়ায়, ২৪ ডিসেম্বর। পূর্ব মেদিনীপুর হলদিয়ায় ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনে অগ্নিকাণ্ডের মৃতদের পরিবারকে এককালীন ক্ষতিপূরণের কথা শুক্রবারে ঘোষণা করল আইওসি কর্তৃপক্ষ।

উল্লেখ্য, গত ২১ ডিসেম্বর আইওসি’র কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ভিন্ন রাজ্যের তিনটে শ্রমিক আগুনে ঝলসে মারা গিয়েছিলেন।

সূত্রের খবর, শুক্রবার আইওসি কর্তৃপক্ষ জানিয়েছে, মৃতদের পরিবার পিছু সংস্থার তরফে একবারে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। এর সঙ্গেই তাঁরা বীমা সংস্থার পক্ষ থেকে ১৫ লক্ষ টাকা করে বাড়তি ক্ষতিপূরণ পাবেন। সেই সঙ্গে ওই তিন শ্রমিক যে ঠিকাদার সংস্থার অধীনে কাজ করতেন তাঁরাও ওই তিন পরিবারকে এককালীন পাঁচ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ প্রদান করার কথা জানিয়েছে। সব মিলিয়ে মৃত তিন শ্রমিকদের পরিবার ৩০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ পাবেন।

আইওসি’র হলদিয়ার কারখানায় গত ২১ তারিখের অগ্নিকাণ্ডের ঘটনায় ৩জন শ্রমিক মারা যাওয়ার সাথেই ৪৫ জন অগ্নিদগ্ধও হন। এদের মাঝে কয়েকজনের চিকিৎসা চলছে কলকাতার হাসপাতালে। এদের কারোর শরীর ৩০ শতাংশ আবার কারও বা ৭৫ শতাংশ পর্যন্ত পুড়ে গিয়েছে। অনেকেই এখনও পর্যন্ত আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। ঘটনার দিন, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের ওই তৈল সংশোধনাগারে নিয়ম অনুযায়ী রক্ষণাবেক্ষণের কাজ চলছিল। সেখানেই ওয়েলডিং কাজ চলার সময়ে আগুনের ফুলকি গিয়ে পড়ে সংলগ্ন ন্যাপথা ইউনিটে। এর সঙ্গেই প্রবল বিস্ফোরণে দাউদাউ করে আগুন জ্বলতে শুরু করে সেখানে। তাতেই ঝলসে ঘটনাস্থলেই প্রাণ হারান ৩ শ্রমিক। অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করা হয় ৪৫ জনকে।

গত বছরও এই একই ঘটনা ঘটেছিল। তার জেরে এবারে প্রশ্ন উঠে গিয়েছে বার বার কেন এই ঘটনা ঘটছে? শুক্রবার এই নিয়ে আইওসি কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসেন এলাকার সাংসদ দিব্যেন্দু অধিকারী। বৈঠকে তিনি আইওসি কর্তৃপক্ষকে আরও সতর্ক হয়ে কাজ করার কথা জানান। পাশাপাশি হলদিয়ার সমস্ত পেট্রোলিয়াম ও পেট্রোলিয়ামজাত পদার্থের কারখানায় যাতে আরও সতর্ক ভাবে কাজ হয় সেই বিষয়টিও তাঁদের দেখার কথা জানান।


Share: