মমতার চিঠির জবাব দিলো নির্বাচন কমিশন

Share:

নির্বাচন কমিশন রবিবারে মমতার চিঠির জবাব দিয়েছে। কমিশনের অনুসারে নন্দীগ্রামে ভোটিংয়ের সময় কোনো বাধার সৃষ্টি হয় নি। টিএমসির পোলিং এজেন্ট সেদিন বুথে আসে নি। কমিশনও বলেছে যে বুথে পোলিং এজেন্ট কে আটকানো কথা ভুল। বুথে শান্তিপূর্ণ ভাবে ভোটের প্রক্রিয়া চলছিল। বুথে পোস্টেড্ বিএসএফ জওয়ানদের কথা ভুল।

নির্বাচন কমিশনও বললেন “নান্দিগ্রামের পোলিং বুথে সকাল ৫.৩০টায় মক ড্রিলের আয়োজন করা হয় ছিল এবং সকাল ৭টায় নির্বাচন শুরু হয়। কমিশনও বললেন মক ড্রিলের সময় প্রত্যেকটি রাজনৈতিক দলের পোলিং এজেন্টরা উপস্থিত ছিলেন। নির্বাচন কমিশনও আরো বললেন যে এটা প্রমান করার জন্য সিসিটিভি ফুটেজ আছে, যাতে বোঝা যায় যে নির্বাচনে কোনো গোলমাল হয়নি।

পশ্চিম বাংলায় ১লা এপ্রিলে দ্বিতীয় দফা ভোটিং হয়েছিল। এবং ভোটিংয়ে গোলমাল হয়েছে বলে রাজ্যপাল জগদীপ ধনখড় কে সেখান থেকেই ফোন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ ছাড়া উনি কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহের ওপর নির্বাচন কার্যে হস্তখেপ করার অভিযোগ করেন আর এই ব্যাপারে নির্বাচন কমিশন কে একটি চিঠিও লিখলেন।অন্যদিকে, বয়ালের ৭ নম্বর বুথ নিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগ তুলেছেন তা তদন্ত করে খতিয়ে দেখে শুক্রবার সন্ধে ৬টার মধ্যে দিল্লিতে রিপোর্ট জমা দেওয়ার জন্য নন্দীগ্রামের সাধারণ পর্যবেক্ষক হেমেন দাস ও পুলিশ পর্যবেক্ষক আশুতোষ রায়কে নির্দেশ দিয়েছেন উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈন।


Share: