দুর্গাপুজো নিয়ে দিলীপের কটূক্তি টুইটে মনে করালেন শশী পাঁজা

Share:

কলকাতা, ৮ সেপ্টেম্বর। ক্লাবকে আর্থিক সাহায্য করার কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এতেই তীব্র প্রতিবাদ জানিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
করোনা আবহে দুর্গাপুজো করা নিয়ে গতকালই অভয়বাণী দিয়েছেন মুখ্যমন্ত্রী । গত বছরের মতই এবছরেও পুজো করার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই আর্থিক অনুদান নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে মন্তব্য করেছে রাজ্য বিজেপি।

বিজেপি-র মনোভাবের কথা বুধবার ফের স্মরণ করিয়ে দিয়েছেন বিধায়ক তথা রাজ্যের নারী ও শিশু কল্যান মন্ত্রী শশী পাঁজা। কিছুদিন আগেই দুর্গাঠাকুরকে নিয়ে দিলীপ ঘোষের মন্তব্যের কথা মনে করিয়ে দিয়ে শশী পাঁজা টুইট করেছেন, ‘‘দুর্গাপুজো নিয়ে বিজেপির যে কটূক্তি মানুষ সেটা ভোলে নি। মা দুর্গাকেও এই দল অপমান করতে ছাড়ে নি। তাদের এহেন আচরণেই বোঝা যায় মানুষের বিশেষত বাঙালির ভাবাবেগের সঙ্গে তারা ঠিক কতটা বিচ্ছিন্ন।’’

ভোটের আগেই এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে দিলীপ ঘোষ মন্তব্য করেন দুর্গাপুজো নিয়ে। তিনি বলেন, ‘ভগবান শ্রীরাম একজন রাজা। তিনি একজন অবতারও। আমরা তাঁর পূর্ব পুরুষের নামও জানি। তাঁকে মর্যাদা পুরষোত্তম বলা হয়। কিন্তু দেবী দুর্গাপুর পূর্ব পুরুষের নাম কি আমরা জানি। তা শ্রীরাম আদর্শ পুরুষ।’ দিলীপের এই মন্তব্য নিয়ে নির্বাচনে লাগাতার আক্রমণ শানান তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।


Share: