সুকান্ত কে পদচ্যুত করতে পারে বিজেপি, দিলীপ ঘোষ কে রাজ্য সভাপতি করা চেষ্টা

Share:

গঙ্গা ‘অনু’

বিধানসভা নির্বাচনের পর উপ নির্বাচনে খারাপ ফল পাওয়া সাথেই নানা কার্যকর্তাদের পার্টি ছাড়ার হিড়িক লেগেছে বঙ্গ বিজেপিতে। পার্টি আদি-নব্য দ্বন্দ্বের মাঝেই এবার বোমা ফাটালেন দলের সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের প্রতি কার্যত অনাস্থা প্রকাশ করলেন দিলীপ। দলের মধ্যে শুরু হয়েছে মুষলপর্ব। পুরনো নেতা-কর্মীদের বিদ্রোহ, ক্ষোভ-বিক্ষোভ অব্যাহত। আর সেজন্য পরোক্ষে বর্তমানকেই এদিন দায়ী করলেন প্রাক্তন।বৃহস্পতিবার সকালে প্রাতঃ ভ্রমণের সময় প্রকাশ্যেই দিলীপবাবুর মন্তব্য, সুকান্তর অভিজ্ঞতা কম, দলের যোগ্য লোকেদের বাদ দিলে হবে না। বিক্ষুব্ধ শিবির এতদিন যে অভিযোগে সরব, তা এবার সরাসরি শোনা গেল দলের সর্বভারতীয় সহ সভাপতির মুখে।তিনি বলেন, “সুকান্ত সবে দায়িত্ব পেয়েছেন। ওঁর অভিজ্ঞতা কম। দলে পরিকল্পনার অভাব রয়েছে। যাঁরা এতদিন আন্দোলন করেছেন তাঁদের গুরুত্ব দেওয়া উচিত। যাঁদের বিশ্বাস করে মানুষ রাস্তায় নেমেছেন তাঁদের গুরুত্ব দেওয়া উচিত। যোগ্য লোকেদের গুরুত্ব দিতে হবে।”

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার অবশ্য দিলীপ ঘোষের মন্তব্য নিয়ে কোনও কথা বলতে চাননি। সুকান্তর বক্তব্য, বিজেপি নেতৃত্বের কথার কোনও প্রতিক্রিয়া দেব না।

পরে সংবাদমাধ্যমে আরও বিস্ফোরক কথা বলেছেন মেদিনীপুরের সাংসদ। দলের বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি বলেন, “খামতি তো আছেই। তাই ফলাফল ঠিকমতো আসছে না। পার্টির নেতৃত্বে যখন আমি ছিলাম বলেছিলাম ভাল হোক, মন্দ হোক আমার দায়িত্ব। দায়িত্বে যাঁরা আছেন তাঁদের বুঝতে হবে। পুরনো লোকেদের বাদ দিলে শূন্যস্থান পূরণ হয় সেটাই হয়েছে।”


Share: