মমতার রোড শোয়ে মোষ

Share:

পশ্চিম বাংলায় তৃতীয় চরণের ভোট প্রচারের আজ শেষ দিন। এখানে তৃতীয় চরণে তিনটি জেলার ৩১ টা বিধানসভা সিটের জন্য ৬ই এপ্রিল ভোট পড়বে। আজ প্রচার জোর কদমে চলছে।মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আজ কয়েকটা জমায়েত করবেন বলে জানা গেছে।
পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী শনিবার হাওড়ায় রোড শো করলেন। এর মধ্যে একটি মোষ ঢুকে একটা বড়ো সডো গন্ডগোল করার চেষ্টায় করে। প্রচুর চেষ্টার পর মষ্টিকে তাড়ানো গেল। মুখ্যমন্ত্রী মমতার রোড শোয়ে প্রচুর ভিড় ছিল। অতএব মোষটি ঢুকে পড়ায়, লোকেরা পালাতে লাগলো। মষ্টিকে নিয়ন্ত্রণে করা আরো মুশকিল হয়ে উঠলো। শেষমেেষ মষ্টিকে তাড়ানো সম্ভব হয়। মোষটা মমতা ব্যানার্জীর দিকেও এগিয়েছিল।পুলিশের মষ্টিকে নিয়ন্ত্রণে করতে বেশ সময় লাগে। 😂 এই ঘটনা সম্পর্কে একটি ভিডিও ভাইরাল হওয়ার পর অনেকেই লিখেছেন যে মুখ্যমন্ত্রী মিথ্যা হিন্দুত্ব দেখাচ্ছেন তাই শিক্ষা দেওয়ার জন্য মহাদেব জিউ নিজের বাহন মানে নন্দী কে পাঠিয়েছেন। 😂😁


Share: