তৃণমূলে ফিরলেন জলপাইগুড়ির বিজেপি নেতা ধরতিমোহন রায়

Share:

২৭ ডিসেম্বার : তৃণমূলে ফিরলেন জলপাইগুড়ির বিজেপি নেতা
জলপাইগুড়ি। তৃণমূলে ফিরলেন জলপাইগুড়ির বিজেপি নেতা ধরতিমোহন রায়। সূত্রে খবর, পদ্মশিবিরে গুরুত্ব না পাওয়ায় দলত্যাগ।
উল্লেখ্য ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে জলপাইগুড়ি আসনের তৃণমূল প্রার্থী ছিলেন ধরতিমোহন রায়। তবে তিনি পরাজিত হন। অভিযোগ করেন, দলের একাংশের অঙ্গুলিহেলনেই পরাজয়। এর পর অসন্তোষের জেরে লোকসভা নির্বাচনের আগে তৃণমূল ছাড়েন। যোগ দেন বিজেপিতে। লোকসভা নির্বাচনে টিকিট পাবেন বলেই ভেবেছিলেন। তবে তা পাননি। দলেও তেমন গুরুত্বপূর্ণ কোনও পদ পাননি। কার্যত কোণঠাসা হয়ে গিয়েছিলেন।
শোনা যাচ্ছিল তৃণমূল নেতাদের সঙ্গে যোগাযোগ করছিলেন। স্বাভাবিকভাবেই ধরতিমোহনের দলত্যাগের জল্পনা মাথাচাড়া দিয়েছিল। অবশেষে সোমবারে তৃণমূলে ফিরলেন জলপাইগুড়ির বিজেপি নেতা। ধরতিবাবুর বক্তব্য, “নিজেকে অনেক বেশি স্বাভাবিক মনে হচ্ছে। তৃণমূল ছিল আমার ঘর। আবার নিজের ঘরে নিজে ফিরলাম। দল যেভাবে বলবে, সেভাবে কাজ করব।” তাঁর দলবদল নিয়ে চলছে শাসক-বিরোধী তরজা। এ প্রসঙ্গে জেলা বিজেপি সভাপতি বাপি গোস্বামী জানান, ধরতিমোহন রায়ের দলত্যাগ গেরুয়া শিবিরে কোনও প্রভাব ফেলবে না।


Share: