নামিগিরামি বাংলা অভিনেত্রী দেহ পাওয়া গেল ফ্ল্যাটে
গঙ্গা ‘অনু’
কলকাতার টলিপাড়ার নামকরা একটি অভিনেত্রী পল্লবী দে র ঝুলন্ত দেহ ওর ফ্ল্যাট থেকে পাওয়া গেল। তিনি আত্নহত্যা করেছেন নাকি অন্য কোন কারণ সেটি এখন পর্যন্ত জানা যায় নি। এই সুচনা পেয়ে গড়ফা থানার পুলিশ পৌঁছালো এবং দেহ কে নামে পোস্টমর্টেমের জন্য পাঠিয়ে দিয়েছে। অভিনেত্রী আনুমানিক বয়স ২০ ছিল।
প্রাথমিকভাবে পুলিশ বলছে যে শনিবার রাতে অভিনেত্রী র লিভ ইন পার্টনার সাথে কোন কোথায় কাটাকাটি হয়েছিল এ সম্পর্কে এখন পর্যন্ত কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি এ বিষয়ে তাদের পরিবার সাথে কথা বলা হচ্ছে। জানা গেছে যে তিনি মৃত্যুর ১৮ ঘণ্টা আগে লিভিং পার্টনারের সাথে কাটানো কিছু ছবিগুলো ফেসবুকে পোস্ট করেছিলেন।
পুলিশ অন্য তথ্যের জন্য অভিনেত্রীর ফোনের যাচাই করছেন। এর সাথে পুলিশ অভিনেত্রীর বন্ধুবান্ধব এবং অন্যান্য লোকের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে।
বর্তমানে ‘মন মানে না’ নামে একটি ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করছিলেন পল্লবী। ‘আমি সিরাজের বেগম’ ধারাবাহিকে লুৎফা-র চরিত্রে অভিনয় করে প্রচুর জনপ্রিয়তা পেয়েছেন। ‘রেশম ঝাঁপি’ ধারাবাহিকেও গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন।